নিঃশর্ত

শিউলী নাথ | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

খুব ইচ্ছে করে-
শুকতারার ম্লান আলোয়-
সদ্য ভোরের হাতছানিতে আমিই প্রথম,
তোমায় জাগিয়ে বলি-
শুভ সকাল!

খুব ইচ্ছে করে-.
মাঝরাতে চাঁদের স্নিগ্ধতায়-
পৃথিবী যখন নিস্তব্ধ!
ঘুমের দেশে তোমায় পাঠিয়ে বলি-
শুভ রাত্রি!

খুব ইচ্ছে করে-
যে ঊষর ভূমিতে-
কখনো বীজ বোনা যায়নি,
দুজনের কর্ষণে সে মাটি দেবে-
ভালবাসার শস্যদানা!

খুব ইচ্ছে করে-
শর্তে আরোপিত না হয়ে,
সম্পর্কগুলোকে এমন স্তরে পৌঁছে দিতে;
যেখানে থাকবে খুব গভীর কিন্তু–
নির্লোভ ভালবাসা!

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের বন্ধন
পরবর্তী নিবন্ধপড়ন্ত এক বিকেল বেলায়