পড়ন্ত এক বিকেল বেলায়

মীনহার সুলতানা নিকা | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

প্রকৃতি সময়ের স্রোতে ব্যস্ত
আমি তোমায় ভেবে-ভেবে নিস্তব্ধ।

বসন্তের পরিবেশ কালবৈশাখী ঝড়ে ভীত
আমি তোমায় হারাবো ভেবে মর্মাহত।

তীব্র গরমে ক্লান্ত তৃষ্ণার্ত নদী
জলন্ত দাবানলে রক্ত গোলাপ ফোটে,
আর জর্জরিত হতে থাকে
আমার মনের প্লাবিত শিহরণ।

তোমার অপার্থিব সৌন্দর্যে মুগ্ধ মন
তার মধ্যে কিছু দুঃখ
আর আপেক্ষিক সুখ;
তবুও বসন্ত আসবে
বাসন্তী শাড়িতে সাজাবো নিজেকে
তুমি দেখবে বলে।
সংশয় পেলে তুমি আসবে
হাসবে আর পাশে বসবে।
দুটি মন একটি মালায়
হেঁটে চলবো দুজন দুজনায়
এক চিলতে ভালোবাসায়
পড়ন্ত এক বিকেল বেলায়।

পূর্ববর্তী নিবন্ধনিঃশর্ত
পরবর্তী নিবন্ধএকটু খারাপ লাগে