নাসির-তামিমাকে আদালতের সমন

বিয়ে অবৈধ, তালাকের শর্ত পূরণে জালিয়াতি করেছেন তামিমার মা : পিবিআই প্রধান

আজাদী ডেস্ক | শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

ক্রিকেটার নাসির হোসেন এবং বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিয়ের বৈধতা পায়নি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। পুলিশের এই তদন্ত সংস্থা বলছে, আগের স্বামী রাকিব হাসানের সঙ্গে যথাযথভাবে বিচ্ছেদ হওয়ার আগেই তামিমা ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন। পিবিআই অভিযোগপত্র দেওয়ার পর তাদের হাজির হওয়ার জন্য সমন জারি করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার অভিযোগপত্র উপস্থাপন করার পর ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম এই আদেশ দেন। এদিকে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, তালাকের ব্যাপারে যেসব কাগজ তৈরি করা হয়েছে, সেগুলো তামিমা সুলতানার মা সুমি আক্তার জালিয়াতির মাধ্যমে করেছেন। ডাক বিভাগের কাগজসহ যেগুলো জালিয়াতি করা হয়েছে, সেগুলো তিনিই করেছেন।
পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, তামিমা রাকিবকে তালাক দেননি। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মি এখনও রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এ মামলায় দণ্ডবিধির ৪৯৪ ও ৪৯৭ ধারায় যে অভিযোগ আনা হয়েছে, তা প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের করাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে ঢাকার হাকিম আদালতে এ মামলা দায়ের করেন মো. রাকিব হাসান। তার বক্তব্য শুনে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলার আর্জিতে তামিমার বয়স ২৯ এবং রাকিবের বয়স ৩২ বছর লেখা হয়েছিল। আর ক্রিকেটার নাসিরের বয়স দেখানো হয় ৩০ বছর। রাকিব সেখানে বলেন, তামিমার সঙ্গে তার বিয়ে হয় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে।
রাকিব হাসানের দায়ের করা মামলায় নাসির ও তামিমার পাশাপাশি তার মা সুমি আক্তারকে আসামি করে বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন মামলার পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান। সেখানে বিচ্ছেদ না করেই নতুন বিয়ে করার অভিযোগ আনা হয়েছে তামিমার বিরুদ্ধে। আর নাসিরের বিরুদ্ধে আনা হয়েছে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যাভিচার এবং তামিমার আগের স্বামীর মানহানি ঘটানোর অভিযোগ। আর সব জেনেও বিয়েতে সহায়তা করায় তামিমার মাকেও অভিযোগপত্রে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআইয়ের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু ইউসুফ। তিনি বলেন, তালাক যথাযথভাবে হয়নি জেনেও নাসির বিয়ে করেছেন তামিমাকে। তাদের বিয়ের বৈধতা পাওয়া যায়নি। ডাক বিভাগ, স্থানীয় ইউনিয়ন পরিষদে তালাকের নোটিস পাঠানোর যে দাবি তারা করেছেন, তা সঠিক নয়।
আদালতের সমন :
ক্রিকেটার নাসির হোসেন এবং বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিয়ের বৈধতা মেলেনি জানিয়ে পিবিআই অভিযোগপত্র দেওয়ার পর তাদের হাজির হওয়ার জন্য সমন জারি করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার অভিযোগপত্র আদালতে উপস্থাপন করার পর ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম এই আদেশ দেন।
ওই প্রতিবেদন আদালতে দাখিলের পর বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। তবে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা না দিয়ে নাসির, তামিমা ও তার মাকে আদালতে হাজির হতে সমন জারির আদেশ দেন।
তালাকের শর্ত পূরণে তামিমার মায়ের জালিয়াতি
পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেছেন, প্রথম স্বামী রাকিব হাসানকে তালাক হওয়ার ক্ষেত্রে যে নিয়ম মানা দরকার ছিল তামিমার, তা মানা হয়নি। তামিমার মা সুমি আক্তার বেশ কিছু জালিয়াতিও করেছেন। তিনি বলেন, তালাক দেওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত থাকে। কাজীকে অবহিত করা, তালাক যাকে দেওয়া হবে তার ঠিকানায় নোটিশ পাঠানো এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ডাক বিভাগের মাধ্যমে চিঠি দেওয়া। এই তিনটি শর্তের পরের দুটি তামিমার ক্ষেত্রে সঠিকভাবে করা হয়নি।
তিনি বলেন, তালাকের ব্যাপারে যেসব কাগজ তৈরি করা হয়েছে, সেগুলো তামিমা সুলতানার মা সুমি আক্তার জালিয়াতির মাধ্যমে করেছেন। ডাক বিভাগের কাগজসহ যেগুলো জালিয়াতি করা হয়েছে, সেগুলো তিনিই করেছেন।

পূর্ববর্তী নিবন্ধতামিমা ফিরতে চাইলে আপত্তি নেই রাকিবের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিংয়ে গতি