নারীর ক্ষমতায়ন ও বৈষম্য দূরীকরণে শেখ হাসিনার সরকার কাজ করছে

পটিয়ায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণে হুইপ

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৫:০৯ পূর্বাহ্ণ

হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, দেশের পুরো জনগোষ্ঠীর অর্ধেকই নারী। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয়। তাই শেখ হাসিনার সরকার নারীর ক্ষমতায়ন ও বৈষম্য দূরীকরণে কাজ করে যাচ্ছে। নারীদের নিজের পায়ে দাঁড়াতে হবে। তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আত্মকর্মসংস্থান তৈরিতে নারীদের বিভিন্ন আত্মনির্ভরশীল প্রশিক্ষণ গ্রহণ করে এগিয়ে যেতে হবে। গতকাল শনিবার পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে পটিয়া উপজেলার মহিলা জনপ্রতিনিধিদের ‘নারীর সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন’ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক এমপি চেমন আরা তৈয়বের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক সাকিউন নাহার, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, অ্যাডভোকেট আবদুর রশিদ, বিজন চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, আলমগীর খালেদ, সাজেদা বেগম, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, আলমগীর খান, মোহাম্মদ সোহেল, সাইফুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইডিইউ বিশেষ ছাড় পাচ্ছে ইম্পেরিয়াল হসপিটালে
পরবর্তী নিবন্ধগবেষকদের টেকসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে