নারীদের যেতে হবে আরও বহুদূর

নারী দিবসে বিভিন্ন সংগঠনের আয়োজন

| বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৮:৩৪ পূর্বাহ্ণ

বিশ্ব নারী দিবস উপলক্ষে হার না মানা নারী চিকিৎসকদের নিয়ে চট্টগ্রাম শিওরসেলে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম জেনারেল হসপিটালের ৪৩ অদম্য নারী চিকিৎসকের সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। বিশেষ অতিথি ছিলেন ছিলেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেনারেল হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব। অনুষ্ঠানে প্রতি সদস্যকে ক্রেস্ট এবং উপহার দেয়া হয় এবং তিনজন চিকিৎসক তাদের এই কঠিন যুদ্ধের অভিজ্ঞতা শেয়ার করেন। এতে প্রধান অতিথি বলেন, নারীদের যেতে হবে আরও বহুদূর। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী হয়ে এই সময়ে আমাদের জন্য যা করেছেন তার জন্য তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জয়নব রুমা।
স্বস্তিক : অনুগ্রহে নয়, অধিকারে বাঁচুক নারী- শিরোনামে সামাজিক সংগঠন ‘স্বস্তিক’-এর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান সিলভার বেলস স্কুলের প্রতিষ্ঠাতা ভাইস প্রিন্সিপাল মীরা ইন্দুর সম্মাাননা অনুষ্ঠান অমিত হোড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বস্তিক কার্যকরী পরিষদের প্রধান চন্দন চক্রবর্তী, সদস্য শিখা শর্মা, বাবলা চৌধুরী, কাবেরী হোড় ও নন্দিতা চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিতালী চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিটি মেয়রের সাথে বিএসআরএম এমডির সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধপ্রফেসর আলী আশরাফ স্মরণে সাদার্ন ভার্সিটিতে কর্মসূচি