স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল এবং কেক কাটা হয়। আয়োজনে অনুষ্ঠিত আলোচন সভা নগর স্বেচ্ছাসেবক লীগর সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ সহ–সভাপতি এ্যাড. তসলিম উদ্দীন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যসহ নগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
৪১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ : ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সংগঠক মো. সোহেল এবং সঞ্চালনা করেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ খোকন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিট আওয়ামী লীগ সভাপতি জেবল আহম্মদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম, সেলিম মাস্টার, নাঈমউদ্দিন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ হারুন, মোঃ মুসলিম উদ্দিন, মোহাম্মদ মনজুর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদ হোসেন, আরিফুল আলম সম্রাট, মোহাম্মদ আলাউদ্দিন, রুবেল, হেমায়েতুল্লাহ রনি, নুরুল আলম, মাহমুদ দেলোয়ার, নুরুদ্দিন, জোবায়েদ হোসেন তুহিন, সাইদুল ইসলাম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাহাবুল আলম আল কাদেরী এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবু ইউসুফ তাহেরী।
উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ : চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। ২৭ জুলাই চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামীর (ভূট্টু) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন রিয়াজের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান। বক্তব্য রাখেন, নূরে আলম সিদ্দিকী, রেজাউল করিম সাগর, গিয়াস উদ্দিন, মো. শওকত হোসেন, মোহাম্মদ হেলাল তালুকদার, এড. সাইফুন নাহার খুশি, বাবর উদ্দিন সাগর, আব্দুল হান্নান, হোসেন আল জাহিদ সুমন, জাবেদ জাহাঙ্গীর টুটুল, দিপন দাশ, মিন্টু বড়ুয়া, সাইফুল ইসলাম মঞ্জু, এস এম সেলিম প্রমুখ। এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া কেক কাটা ও মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্য প্রার্থনা করা হয়। প্রধান বক্তা বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দেশ ও জাতির দুর্যোগ–দুর্বিপাকে নিঃস্বার্থ স্বেচ্ছাসেবার মাধ্যমে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে। বঙ্গবন্ধুর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
চান্দগাঁও ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ : নগরীর চান্দগাঁও ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চান্দগাঁও ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, শহিদুল ফজল তৌহিদ, মোহাম্মদ এহাসান, মোহাম্মদ নজরুল ইসলাম, এরশাদ হোসেন মুন্না, আশরাফুল আলম রিয়াদ, মোহাম্মদ আবিদ, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ রিজভী, মোহাম্মদ আশিক, মোহাম্মদ সাজিব, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ ইনতেশাম, মোহাম্মদ ফাহিম প্রমুখ। পরিশেষে দোয়া ও মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
স্বেচ্ছাসেবক লীগ : চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ জোহর কদম মোবারক এতিমখানায় মিলাদ মাহফিল, কেক কাটা এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি হেলাল উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন সায়েম, যুগ্ম–সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগ : নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. জাবেদুল ইসলাম জাবেদের সভাপতিত্বে বহদ্দারহাটে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর গাজী শফিউল আজিম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন মানিক, আনিসুল হক, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ জনি, রাকিব হায়দার, মোহাম্মদ খোরশেদ, মীর মোশাররফ হোসেন জুনায়েদ, কামরুল হাসান, রাজিবুর হোসেন নয়ন, মোহাম্মদ হাসান, ইমতিয়াজ উদ্দিন রাকিব মো. বোরহান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সায়েম প্রমুখ। পরিশেষে দোয়া ও মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।









