নানা আয়োজনে বিভিন্ন উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

আজাদী ডেস্ক | রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’- প্রতিপাদ্যে গতকাল চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এ প্রতিপাদ্যে রাউজান থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়। গতকাল শনিবার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে থানা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুণ। টেলি কনফারেন্সের যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এস আই মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী, লায়ন সাহাবুউদ্দিন আরিফ, কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, আলমগীর আলী, অ্যাডভোকেট দীলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, শওকত হাসান, ওসি তদন্ত কায়ছার হামিদ, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন। বক্তব্য রাখেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, আবুল হাসেম, আরমান সিকদার, সাইদুল ইসলাম, জাহেদুল আলম প্রমুখ।

রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে গতকাল সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল তরিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামন মুহসীন রোমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি কমিউনিটি পুলিশের সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক নুরুল আবচার সহ অন্যান্যরা।

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা উপজেলার সুচিয়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং উপজেলা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক জাবেদ মো. গাউছ মিল্টন। এসআই হিরো বিকাশ দের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলরাম চক্রবর্ত্তী, পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশের ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান, দক্ষিণ জেলা পূজা পরিষদ নেতা অরূপ রতন চক্রবর্ত্তী, কর আইনজীবী এড. জয়শান্ত বিকাশ বড়ুয়া, বরকলের চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, হাশিমপুরের চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাক, সাতবাড়িয়ার চেয়ারম্যান আহমদুর রহমান, বৈলতলীর চেয়ারম্যান এসএম সায়েম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মো. তৌহিদুল আলম, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পদাক নবাব আলী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান প্রমুখ।

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড মডেল থানা ও বার আউলিয়া হাইওয়ে থানার পৃথক আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় একটি র‌্যালি পৌরসদর প্রদক্ষিণ করে। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী। সাব-ইন্সপেক্টর মো. হারুনুর রশিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, ভাটিয়ারীর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রমুখ। অন্যদিকে বার আউলিয়া হাইওয়ে থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জ মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই আমির উদ্দিনের পরিচালনায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহা। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মীর দিদারুল হোসেন টুটুল, স্থানীয় মেম্বার মো. সাহাবুদ্দীন, বার আউলিয়া কমিউনিটি পুলিশিং শাখার সভাপতি মো. সেলিম প্রমুখ।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্টিত হয়। স্কুল শিক্ষার্থী, আনসার ভিডিপি, পুলিশ, জনপ্রতিনিধিদের সমন্বয়ে র‌্যালি শেষে আলোচনা সভা বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এ সময় অতিথি ছিলেন বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, সাধনপুর ইউপি চেয়ারম্যান কে.এম সালাহউদ্দিন কামাল, কাথরিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিন, বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি আবু জাফর মোহাম্মদ সালেহ তুহিন।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া মডেল থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রাটি চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মিলকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. নুর উল্লাহ, উপজেলা আ.লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, শিক্ষক নির্মল কান্তি দাশ প্রমুখ।

লামা : লামা প্রতিনিধি জানান, লামায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার সকালে লামা থানার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিন সকালে লামা থানা প্রাঙ্গন থেকে বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় লামা থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শেখ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসের মূল প্রবন্ধ তুলে স্বাগত বক্তব্য রাখেন লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, আজিজনগর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ফাইতং ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, সরই ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোম্পানি, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস সহ প্রমুখ।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে কমিউনিটি পুলিশং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে হাটহাজারী মডেল থানা বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। মডেল থানা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওসি রুহুল আমীন সবুজ। গতকাল শনিবার সকালে মডেল থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়। মিলনায়তনে গিয়ে শেষ হয় র‌্যালিটি। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো. শাহিদুল আলম, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, এড. মোহাম্মদ আলী, কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ এস এম নুরুল হুদা। ওসি তদন্ত রাজিব শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেশব কুমার বড়ুয়া, সরওয়ার মোরশেদ তালুকদার, আবুল মনসুর, মজিবুর রহমান, নুরুল আহসান লাবু, সালাউদ্দিন চৌধুরী, আবদুল খালেক প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন ওসি (ইন্টেলিজেন্স) আমির হোসেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক আজ
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী বইয়ের মোড়ক উন্মোচন