নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

আজাদী ডেস্ক | শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ১১:২৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল মঙ্গলবার কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ও সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ আ জ ম নাসির উদ্দীন। আমিনুল হক বাবুর সভাপতিত্বে ও জুলফিকার আলী মুন্নার সঞ্চালনায় এবং সদরঘাট থানা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সালাউদ্দিন, পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহাম্মদ, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, যুবলীগ নেতা দিদারুল আলম, সুমন দেবনাথ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদরঘাট থানা জোটের সভাপতি আব্দুল নুর প্রমুখ। এতে আরো বক্তব্য রাখেন আসাদুজ্জামান খান, মাসুদুর রহমান মাসুদ, সাজ্জাদ মাহমুদ রাসেল, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, সাইকা দোস্ত, ঝুমা আলমগীর, সাদ্দাম হোসেন প্রমুখ।
শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে শুলকবহর ওয়ার্ডে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। মহানগর যুবলীগ নেতা যুব সংগঠক মো. আবুল বশরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহবায়ক মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন আতিকুর রহমান, শেখ সরওয়ার্দী, বিমল চন্দ্র বড়ুয়া, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন স্বপ্ন, নূরুল আনোয়ার, ইকবাল ইকরাম শামীম, মো. হেলাল, নাহিদুল ইসলাম, ওয়াজেদ মিয়া, জাহিদ হোসেন। বক্তব্য রাখেন, আবু বক্কর, শফিকুল হাসান রিপন, হাসানুর রহমান, উৎফল দাশ, এনামুল হক, আবু তাহের, শহিদুল আলম টিপু, ফরিয়াদ হোসেন রাজা, আফতাব উদ্দিন, আবুল হাসেম সুমন, লুৎফর রহমান, কামাল উদ্দিন, মো. মোস্তাফা, সবুজ মিয়া, শামসুল আলম রুবেল, কবির হোসেন, ইসমাইল, মনির, আ. কুদ্দুস, জামাল মিয়া, মো. মনা, মো. রিপন, হেলাল উদ্দিন, মো. মোহসিন, মিটু দাশ, মো. সুজন প্রমুখ।
মহানগর যুবলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উত্তর হালিশহরস্থ হাফেজিয়া বালক-বালিকা হেফজ খানায় দোয়া মাহফিল ও ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা। চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্যদের উদ্যোগে ও মহানগর যুবলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক মাহাবুব আলম আজাদের ব্যবস্থাপনা অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মো. হোসেন। বিশেষ অতিথি ছিলেন হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম কায়সার। উপস্থিত ছিলেন জালাল মিয়া, হাসান মুরাদ, মোজাম্মেল হোসেন নান্টু, মাহাবুবুর রহমান মাহফুজ, ফসিউল আলম সমীর, সৈয়দ ওমর ফারুক, হাসমত আলী, কামাল উদ্দিন, ফরিদুল আলম, ইমরান মাহমুদ, জাহিদুল ইসলাম রাইসুল, ইমরান ইমু, হুমায়ন, কামরুল ইসলাম, রিপন দে, খোকন নাথ, লিখন নাথ, সিরাজুল ইসলাম মনীর, জামশেদ, মেরিন প্রমুখ।
এমইএস কলেজ ও শুলকবহর ছাত্রলীগ : ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও শুলকবহর ছাত্রলীগের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ৮নং শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরমান আজিজ। সভা পরিচালনা করেন নাসিরাবাদ ছাত্রলীগ নেতা আলমগীর টিপু। প্রধান অতিথি ছিলেন এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন। প্রধান বক্তা ছিলেন-মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহেদুল আলম অপু, বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা নাছির উদ্দিন, জাহেদ হোসেন টিটু।
উপস্থিত ছিলেন ছাত্রনেতা তৌহিদুল ইনলাম, আরমান আজিজ, নাইমুর রহমান দুর্জয়, সাইফুল ইসলাম, মনিরুল হক, মনিরুল ইসলাম ফাহিম, মো. ফারুক মিয়া, আসিফুর রহমান, রাজন আহম্মেদ, শ্যামল বড়ুয়া প্রমুখ।
পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ হারুন উর রশীদ বাপ্পির সঞ্চালনায় ও মোহাম্মদ আলী বেলাল শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জাবেদুল ইসলাম জাবেদ, মোহাম্মদ মহিউদ্দিন মানিক, মোহাম্মদ হাবিবুর রহমান, আনিছ শাহা, শহিদুল ইসলাম জনি, মোহাম্মদ আরিফুল ইসলাম, আবু বেলাল ইয়াছিন, মোহাম্মদ জুবাইর, রাশেদুর রহমান, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ওয়াশিম, মোহাম্মদ হেলাল উদ্দিন, মিঠু, আলী নূর, দেলোয়ার হোসেন বাচা, মোহাম্মদ রাসেল প্রমুখ।

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ : ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সাদাত আনোয়ার সাদী, এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের বোরহান আহমেদ, জালাল হোসেন, শফিউল আলম, লোকমান হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি নুর হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি একে আজাদ বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রায়হান রুপু সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নুরুল হক চৌধুরী ও মোজাহেরুল হক চৌধুরী স্মৃতি সংঘ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী মরহুম নুরুল হক চৌধুরী ও ম্যাজিস্ট্রেট মোজাহেরুল হক চৌধুরী স্মৃতি সংঘের উদ্যোগে উত্তর কাট্টলীর ঐতিহ্যবাহী নাজির বাড়ীতে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরীর আয়োজনে ও সভাপতিত্বে এক বিশেষ কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি পাহাড়তলী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, বিশেষ অতিথি ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আবছার উদ্দিন আহম্মদ চৌধুরী, ১০নং মহিলা আওয়ামী লীগ নেত্রী সবিতা বিশ্বাস, আজিজ চৌধুরী প্রমুখ। উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় দোয়া মাহফিলে শেখ হাসিনার সার্বিক সাফল্য, শারিরীক সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে সর্বশক্তিমান রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হায়দার আলী চৌধুরী চট্টগ্রাম মহানগর এলাকায় যে কোন মূল্যে সামপ্রদায়িক সমপ্রীতি অটুট রাখার জন্য সকল মহলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানান।
সিআরবি নাগরিক সমাজ : গতক বুধবার বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে, ও লেখক আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় নাগরিক সমাজ চট্টগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে। উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে জমজমাট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক সমাজের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধানমন্ত্রী বিভিন্ন সফল কর্মকাণ্ড নিয়ে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউনূস, বীর মুক্তিযোদ্ধা ড. মো. ইদ্রিস আলী, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, সাংবাদিক বেলায়েত হোসেন, সংগঠক বনবিহারী চক্রবর্তী, খেলাঘরের দপ্তর সম্পাদক মোরশেদুল আলম, যুবলীগ নেতা শাহাদাত নবী খোকা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য পাঠ চর্চা কেন্দ্রের সভাপতি নুরুল হুদা চৌধুরী, যুবলীগ নেতা মোর্শেদ আলম, মিজানুর রহমান বাপ্পী, ডা. ফজলুর রহমান সিদ্দিকী, জাসদ নেতা শহিদুর রহমান রিপন, নান্টু বড়ুয়া, সৈয়দ নাফিস উদ্দিন, প্রণব চৌধুরী, ছাত্রনেতা আব্দুল মজিদ বিপ্লব, বিপ্লব কুমার শীল, মেনু ক্ষি।
মহানগর যুবলীগ : চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মাজহারুল নোমান খান, মনসুরুল আমিন রিয়াজ ও নুরু উদ্দিন মারুফের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইমরান হারিস, মো. রোকনুজ্জামান প্রিন্স, মো. ইমরান হোসেন মিঠু, মো. সবুজ, মো. নুর হোসেন তুহিন, মো. শাকিল হোসেন, মো. শাহিন হোসেন প্রমুখ। পরে শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
আকবরশাহ থানা শেখ হাসিনা জন্মবার্ষিকী পরিষদ : আকবরশাহ থানা জননেত্রী শেখ হাসিনা জন্মবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর কর্নেল হাট এলাকায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকবরশাহ থানা আওয়ামী লীগ প্রচার আবু সুফিয়ান, পাহাড় তলী থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, হারুন অর রসিদ, এম এ সাইদুর রহমান, পুতুল মীর কাসেম, দুলাল হাজী মো. ইব্রাহিম, খলিল লিটন, আবু হেনা মোস্তফা কামাল, হারুন আল রসিদ, শফি, জুলফিকার আলি প্রমুখ।
চন্দনাইশ পৌর আওয়ামী লীগ : পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মো. ইকবাল ও মো. ফরিদুল ইসলাম ফরিদের নেতৃত্বে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠান গাছবাড়িয়া কলেজ গেইটে কেক কেটে উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সভাপতিজোবায়দুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সুজন সরকার, কে. এম হামিদ উদ্দীন, হাসান মুহাম্মদ মঈনুদ্দিন, মোহাম্মদ ইউসুফ, মোছলেম উদ্দিন, জয়নুল আবেদীন জনি, আলাউদ্দীন বাবু, সুরুজ মিয়া বাঙ্গালী, মাহাবুবুল আলম, আমিনুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ সুমন, আবদুল জলিল, গোফরানুল হক খোকা, শেখ মুজিবুর রহমান দুলাল, বশির মোহাম্মদ মুসা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় নবীন শিল্পীদের অংশগ্রহণে ‘আবৃত্তির জানালা’
পরবর্তী নিবন্ধআমির ভান্ডার দরবারে সালাওয়াতে রাসুল মাহফিল