নাগরিক সমাজের অবস্থান কর্মসূচিতে সিআরবি রক্ষার গান উদ্বোধন

| সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগে গত ২ জুলাই বিকেল সাড়ে ৪টায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি শেষে সংগীতশিল্পী অসীম দাশ গুপ্তের সিআরবি রক্ষার গান উদ্বোধন করা হয়।
অবস্থান কর্মসূচিতে ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, খেলাঘরের সংগঠক বনবিহারী চক্রবর্তী, মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনা আকতার টুনু, আবৃত্তি শিল্পী দিলরুবা খানম, সৈয়দ মো. নাফিস উদ্দিন। আরও উপস্থিত ছিলেন আকরাম হোসেন, মো. রুকনুদ্দিন, সেলিম চৌধুরী, সুনীল চন্দ্র দাস, সাজ্জাদ হোসেন জাফর, আব্দুল মজিদ বিপ্লব, সাইফুল ইসলাম, এসএম রাকিবুল হাসান।
এসময় বক্তারা বলেন, সিআরবি চট্টগ্রামের ফুসফুস। এই সিআরবিতে অনেক সাস্কৃতিক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। গান, নাটক, আবৃত্তির মাধ্যমে শিল্পীরা সিআরবি রক্ষার কথাই বারবার উচ্চারণ করেছেন। আমাদের সহযোদ্ধা ‘শিল্পী অসীম দাশগুপ্তও চমৎকার এ গানের মাধ্যমে সিআরবি রক্ষার কথা উপস্থাপন করেছেন। খুব দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিআরবি রক্ষার বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত দেবেন বলে আমরা প্রত্যাশা করছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্যানমার ওশান সিটি ওনার্স এসোর ত্রি-বার্ষিক নির্বাচন
পরবর্তী নিবন্ধ‘জহুর আহমদ চৌধুরী গণমানুষের হৃদয়ে যুগ যুগ বেঁচে থাকবেন’