‘জহুর আহমদ চৌধুরী গণমানুষের হৃদয়ে যুগ যুগ বেঁচে থাকবেন’

| সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা গত ২ জুলাই রেড ক্রিসেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ডা. শেখ শফিউল আজম। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক জাফর আহমদ। অ্যাড. দীপক কান্তি দত্তের পরিচালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের সহ সভাপতি এ. এম. মাহবুব চৌধুরী, জেসমিন সুলতানা পারু, রেখা আলম চৌধুরী, নাজিম উদ্দীন চৌধুরী, ইকবাল হায়দার, সৈয়দ মোহাম্মদ মুসা, মো. লিয়াকত আলী খান, হামিদ হোসাইন, এন. কে. এম. শওকত ওসমান, জসিম উদ্দীন আহমদ চৌধুরী, দেবব্রত সরকার দেবু, প্রকৌশলী শহীদুল আলম, আবদুল মান্নান, আবদুর রহমান, অধ্যাপক নিশাত হাসিনা শিরিন, খুরশীদ রোকেয়া, অচিন্ত্য কুমার দাশ, আসিফ ইকবাল, আবু মো. আরিফ, মো. মনজুর আলম চৌধুরী, মোহাম্মদ ইমতিয়াজ আহমদ, শেখ মুজিবুর রহমান, তরুণ কান্তি রায়, বিজয় শংকর দত্ত। মুনাজাত পরিচালনা করেন কাজী আবদুল হাই। স্মরণসভায় বক্তারা বলেন, জহুর আহমদ চৌধুরী গণমানুষের হৃদয়ে যুগ যুগ বেঁচে থাকবেন। দেশপ্রেম ও মানুষের প্রতি অপরিসীম মমত্ববোধের কারণে জহুর আহমদ চৌধুরী সাধারণ থেকে অসাধারণ নেতায় পরিণত হয়েছেন।
স্বেচ্ছাসেবক লীগ সাবেক নেতা : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা মরহুম জহুর আহমদ চৌধুরীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন আওয়ামী লীগ নেতা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক কে. বি. এম শাহাজাহান। শ্রদ্ধা জানানো শেষে মরহুমের পরিবারের সুযোগ্য সন্তান মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহাতাব উদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা সাদেক হোসেন চৌধুরী পাপ্পু, উপদেষ্টা মুহাম্মদ জসিম উদ্দিন, সাধন দাশ, পংকজ রায়, শাহাদাত হোসেন রনি, গিয়াস উদ্দিন রিফাত, আফতাব, ফয়সাল বাদশা, ইলিয়াস খাঁন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাগরিক সমাজের অবস্থান কর্মসূচিতে সিআরবি রক্ষার গান উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিএনজি টেক্সি চুরিতে বাবা ও ছেলের চক্র