নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গার মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২৪ অক্টোবর, ২০২০ at ৩:১৩ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী এলাকায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ৪০ নাম্বার সীমান্ত পিলারের নোম্যান্স ল্যান্ড এলাকায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের (ওয়েস্ট) আশ্রিত এক রোহিঙ্গা পরিবারের ২ ভাই কাটাতারের বেড়ার কাছে গিয়েছিল শুক্রবার সন্ধ্যায়। এসময় মিয়ানমার সীমান্তরক্ষীদের পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহতের নাম মো: জাবের (১৪)।

তবে সুস্থ অবস্থায় রোহিঙ্গা ক্যাম্পে ফিরে এসে আরেক ভাই তার মা’কে ঘটনার বিষয়ে জানিয়েছেন। খবর পেয়ে বিজিবির সহযোগীয় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের কমান্ডার লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মাইন বিস্ফোরণে নিহত রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল নোম্যান্স ল্যান্ডে নয়, মিয়ানমার অংশে পড়েছে। নিহত রোহিঙ্গা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সদস্য। কেন সীমান্তে গিয়েছিল বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, নতুন শনাক্ত ১০৯৪