নাইক্ষ্যংছড়িতে হাতে পায়ে খেলার এ্যাংলেট পেঁচিয়ে ইয়াবা পাচার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অভিযান চালিয়ে হাতে-পায়ে এ্যাংলেট পেঁচিয়ে ইয়াবা পাচারকালে এক যুবককে আটক করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ। রোববার রাত সাড়ে আটটার দিকে ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন বেতবুনিয়া বাজারের রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়। তার নাম ওমর ফারুক (২০)। সে কক্সবাজারের রামু উপজেলার ফকিরা মুরা এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।
এ অভিযানে তার দেহ তল্লাশী করে ৩ হাজার ৬৬০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটকের পর হাতে পায়ে সুকৌশলে এ্যাংলেট পেছিয়ে ইয়াবা পাচার করছিল ফারুক। সে নিয়মিত এ কাজে জড়িত ছিলো বলে পুলিশের কাছে স্বীকার করেন। অভিযান পরিচালনা করেন ঘুমধুম তদন্ত কেন্দ্রের এস আই মূখলেসুর রহমান। সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম বাকলিয়ায় ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক করার আহ্বান
পরবর্তী নিবন্ধখেটে খাওয়া মানুষ রাস্তায়