নভেম্বরে ৪৪৩ দুর্ঘটনা, ৪৮৬ জন নিহত

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন

| বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১০:১২ পূর্বাহ্ণ

বিদায়ী নভেম্বর মাসে দেশের সড়ক-মহাসড়কে ৪৪৩টি দুর্ঘটনায় ৪৮৬ জন নিহত ও ৭৪১ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
একই সময় রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৫২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। নৌ-পথে ৬টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিখোঁজের সংবাদ পাওয়া গেছে ৪ জনের। সড়ক, রেল ও নৌ-পথে সম্মিলিতভাবে ৪৪৯টি দুর্ঘটনায় ৫৩৯ জন নিহত ও ৭৭৪ জন আহত হয়েছে। খবর বাংলানিউজের।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দেশের জাতীয় ও আঞ্চলিক দৈনিক, অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে গতকাল বুধবার সংগঠনটি এই প্রতিবেদন প্রকাশ করে।

পূর্ববর্তী নিবন্ধএক সিদ্ধান্তেই বাজিমাত
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর পাড় থেকে শতাধিক স্থাপনা উচ্ছেদ