কর্ণফুলীর পাড় থেকে শতাধিক স্থাপনা উচ্ছেদ

বন্দরের দুই একর জায়গা উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১০:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুই একরেরও বেশি ভূমি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়েছে। নগরীর ব্রিজঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত এলাকায় কর্ণফুলীর পাড়ে গতকাল এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানকালে ১০১টি কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও বন্দর সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনভেম্বরে ৪৪৩ দুর্ঘটনা, ৪৮৬ জন নিহত
পরবর্তী নিবন্ধশম্পা আর ভ্যান চালাবে না দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী