নন্দীরহাট রামঠাকুর ধামের উৎসব শুরু কাল

| বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার উত্তর ফতেয়াবাদ নন্দীরহাটে রামঠাকুর ধামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব তিনদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে কাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছেমঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সমবেত গীতাপাঠ, ধর্মসম্মেলন, শিক্ষাসামগ্রী বিতরণ, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, ঠাকুরের রাজভোগ নিবেদন, অন্নপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে শ্রীনাম শুনাবেন কৈবল্যধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। মহানাম সংকীর্ত্তন শুনাবেন প্রভু নিত্যানন্দ সম্প্রদায় (ভোলা), বিশ্ববন্ধু সম্প্রদায় (গোপালগঞ্জ), দেবব্রত সম্প্রদায় (ভোলা), মদনমোহন সম্প্রদায় (চট্টগ্রাম)। অনুষ্ঠানে ভক্তদের উপস্থিত থাকার জন্য রামঠাকুর ধাম পরিচালনা পরিষদের সভাপতি নির্ম্মল কান্তি দেব ও সাধারণ সম্পাদক পংকজ সাহা টিটু অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅহংকারী রাজা
পরবর্তী নিবন্ধনেপালের বিদ্যুৎ ভারতের সঞ্চালন লাইন হয়ে আসবে ২ মাসের মধ্যে