নন্দীপাড়া কালী মন্দিরে অনুষ্ঠান শুরু

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৯:১৩ পূর্বাহ্ণ

রাউজানের সুলতানপুর গ্রামের নন্দীপাড়াস্থ কালী বিগ্রহ মন্দিরের ২৮৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে চারদিনের মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়। এরমধ্যে গত বুধবার ছিল ধর্মীয় আলোচনা, বৃহস্পতিবার শুক্রবার ছিল দুইদিনব্যাপী ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব। ধর্ম আলোচনায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক নিরুপম দাশগুপ্ত। সাধারণ সম্পাদক রাজিব দাশের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও চিকদাইয়ের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবলীগ সভাপতি ও প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মেলকম চক্রবর্ত্তী, ব্যবসায়ী সুবাস দে, প্রবীণ শিক্ষক অরুণ বিজয় দাশ, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, রাউজান ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিল্লু রহমান মাসুদ ও রাউজান জন্মাষ্টমী কমিটির সাধারণ সম্পাদক তপন দে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধ‘শিশুদের নোবেল’ পেলেন বাংলাদেশের সাদাত রহমান
পরবর্তী নিবন্ধসাইনবোর্ডে সৌন্দর্যহানি