নতুন মিস ইউনিভার্স হলেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল

| সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বিশ্বের বিভিন্ন দেশের ৮৩ প্রতিযোগীকে পেছনে ফেলে আর’বনি গ্যাব্রিয়েলের হাত ধরে মিস ইউনিভার্সর মুকুট গেল যুক্তরাষ্ট্রে। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিয়েন্সের একটি কনভেনশন হলে গতকাল রোববার ৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসে। এবারের প্রতিযোগিতার বিজয়ী হিসেবে গ্যাব্রিয়েলের নাম ঘোষণা করা হলে তুমুল করতালিতে তাকে অভিবাদন জানান হলের দর্শক ও সহপ্রতিযোগীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গ্যাব্রিয়েল বলেন, তিনি নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়তা করবেন, যাতে তারা জীবনের পথ তৈরিতে স্বাবলম্বী হয়ে ওঠে। অনুষ্ঠানে নতুন বিজয়ীকে মুকুট পরিয়ে দেন ২০২১ সালের ভারতে মিস ইউনিভার্স ভারতীয় ফ্যাশন মডেল ও অভিনেত্রী হারনাজ সান্ধু। সেবারই ২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট ভারতে গিয়েছিল। এবার ভারতের প্রতিনিধিত্ব করেন দিভিতা রাই, তবে তিনি শেষ তিনে আসতে পারেননি। খবর বিডিনিউজের।

আর’বনি গ্যাব্রিয়েল একজন মডেল, ফ্যাশন ডিজাইনার ও সেলাই প্রশিক্ষণ। পরিবেশবান্ধব পোশাক ডিজাইনার হিসেবেও তার পরিচিতি আছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেঙাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপরে স্নাতক করেছেন গ্যাব্রিয়েল। নিজের পোশাক ব্র্যান্ড ‘আর’বনি নোলা’র প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন তিনি। গ্যাব্রিয়েলের জন্ম যুক্তরাষ্ট্রে। তার বাবা ফিলিপিন্সের নাগরিক, মা যুক্তরাষ্ট্রের। সে হিসেবে ফিলিপিনো বংশোদ্ভূত প্রথম মার্কিন নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ নির্বাচিত হয়েছিলেন।

প্রতিযোগিতায় গ্যাব্রিয়েলের কাছে চূড়ান্ত প্রশ্ন ছিল: যদি তিনি মিস ইউনিভার্স খেতাব জেতেন, তাহলে তিনি কী করবেন। উত্তরে গ্যাব্রিয়েল বলেন, তিনি নিজেকে একজন সমাজ ‘পরিবর্তনকারী’ নেতা হিসেবে দেখতে চান।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে আধাবেলার সড়ক অবরোধ পালিত
পরবর্তী নিবন্ধবিদেশে অর্থ পাচার, বাড়ি : অর্থমন্ত্রীর বিবৃতি দাবি