খাগড়াছড়িতে আধাবেলার সড়ক অবরোধ পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৭:৫৭ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ কর্র্মসূচি পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফপ্রসীত)। অবরোধের কারণে গতকাল রোববার সকাল থেকে জেলার ৯ উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এছাড়া ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশের সাথে যান চলাচল বন্ধ থাকে। তবে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়ে সাধারণ মানুষ । খাগড়াছড়ি জেলা সদর, পানছড়ি ও দীঘিনালায় সড়কের উপর টায়ার জ্বালায় নেতাকর্মীরা। ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছি। জেলা সদরের বিভিন্ন এলাকায় আমাদের কর্মীরা পিকেটিং করেছে । এছাড়া উপজেলাগুলোতেও কর্মসূচি পালিত হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মো .নাইমুল হক জানান, ‘যান চলাচল স্বাভাবিক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

প্রসঙ্গত, জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম সফর উপলক্ষে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে শুক্রবার খাগড়াছড়ি জেলা সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে থেকে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএবার হজে যেতে বয়সের বাধা থাকছে না
পরবর্তী নিবন্ধনতুন মিস ইউনিভার্স হলেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল