নতুন বছর, নতুন বই চলছে আনন্দ হৈ চৈ

মিতা পোদ্দার | রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৪:৩১ পূর্বাহ্ণ

দেখতে দেখতে কেটে গেল আরো একটি বছর। নতুন বছর মানেই সবকিছুই নতুনত্ব। কোমলমতি শিশুদের জন্য আরেকটি শিক্ষাবর্ষ। নতুন বছর মানেই নতুন ক্লাস, আর নতুন বইয়ের উৎসব। নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের আনন্দের শেষ নেই।

উৎসব আমাজে নতুন বই পাওয়ার আশায় প্রতিটি বিদ্যালয়ে কয়েকদিন আগে থেকেই শিক্ষার্থীদের আনাগোনা চলে। বছরের প্রথম দিন সারা দেশব্যাপী এই বই উৎসব চলবে। বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ এ বিদ্যালয়গুলো হয়ে উঠেছে মানসম্মত আর শিশু উপযোগী। এখন শিশুরা দৌড়ে দৌড়ে বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ের আকর্ষণীয় পরিবেশ কোমল মতি শিশুদের পরিবারের মতোই আগলে রাখে। সব কিছু মিলিয়ে শিশুর মন পুলকিত হয়ে ওঠে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধআনন্দের সন্ধানে জীবন