আনন্দের সন্ধানে জীবন

বিভাস গুহ | রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৪:৩৩ পূর্বাহ্ণ

পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষের স্বভাব চরিত্র পছন্দ অপছন্দ রুচির রয়েছে ভিন্নতা। প্রত্যকের রয়েছে আলাদা আলাদা সত্তা। কারো সাথে কারোটা মিলে না। স্বামী স্ত্রী দীর্ঘদিন একসাথে থাকার পরও দুজনের পছন্দ অপছন্দের কত ভিন্নতা, কত পার্থক্য। একজন আরেকজনকে নিজের মত করে দেখতে চায়। একজনের ভালোলাগা আরেকজনের ভালোলাগায় পরিণত করতে চায়।

একজনের স্বপ্নকে অন্যজনের স্বপ্নের প্রতিবিম্ব করতে চায়। এ পছন্দ অপছন্দ নিয়ে দুজনের রয়েছে কত অভিযোগ, কত অভিমান, কত মন খারাপ, কত রাগ, কত ঝগড়া, কত বিবাদ! তারপরও একজন আরেকজনের উপর রাখে নির্ভরতার হাত। হৃদয়ের উষ্ণতায় খুঁজে নেয় ভালবাসার পরশ। পরস্পরের উপর দৃঢ় বিশ্বাস। পরস্পর পরস্পরের জন্য রচনা করে প্রেম প্রীতি ভালোবাসার সৌধ। সুখের সন্ধান পেতে হলে শান্তির ছোঁয়া পেতে হলে স্বার্থের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে নিঃস্বার্থের সাথে বাস করতে হবে তবেই জীবন আনন্দময় হবে।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছর, নতুন বই চলছে আনন্দ হৈ চৈ
পরবর্তী নিবন্ধস্বাগতবাণী