স্বাগতবাণী

সিমলা চৌধুরী | রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৪:৩৫ পূর্বাহ্ণ

উঠেছে বেজে চারিদিকে

নতুন বছরের আগমনী সুর,

সেই সুরেতে নামুক শান্তি

অশান্তি যাক দূর বহুদূর।

নতুন বছরের সুপ্রভাত

সকলের জন্য বয়ে আনুক ,

অনাবিল স্বস্তির নিশ্বাস

নিতে পারার নির্মল সুখ।

নতুন বছরে ভালোবাসা

নামের ভাইরাস যাক ছড়িয়ে,

বাঁচুক মানুষ এই ধরাতে

মায়া, মমতায় জড়িয়ে।

ভালোবাসাময় হোক সবার

জীবন প্রেম ও প্রীতিতে,

দূর হোক যত রেষারেষি

চলবো আমরা ন্যায়, নীতিতে।

নতুন বছরের আগামী সময়ে

মানবতা উঠুক জেগে,

হিংস্রতার কুৎসিত বাঁধ ভাঙার

স্রোত থাকুক সদা লেগে।

আগামী বছর সব শিশুর জন্য

যেন হয় খুব নিরাপদ,

কোন শিশুর উপর বয়ে না

যায় যেন রক্তস্নানের আপদ।

স্বাগত জানাই নতুন বছরকে

প্রাণের অন্তঃস্থল থেকে,

আবাল, বৃদ্ধ, বণিতা সবাই

যেন খুব ভালো থাকে।

পূর্ববর্তী নিবন্ধআনন্দের সন্ধানে জীবন
পরবর্তী নিবন্ধসুরেশচন্দ্র সমাজপতি : লেখক সৃষ্টির কারিগর