নতুন ফার্স্ট লেডিকে স্বাগত জানালেন না মেলানিয়া

| বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি জিল বাইডেনকে হোয়াইট হাউসে স্বাগত জানাননি বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ১৯৫০ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো ফার্স্ট লেডিকে হোয়াইট হাউসে স্বাগত জানানো হলো না।
ডেইলি মেইল বলছে, এটি এমন একটি প্রথা যা উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতেও অব্যাহত ছিল। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নানা বিতর্ক হলেও মিশেল ওবামা মেলানিয়াকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়েছিলেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথা ভাঙলেন মেলানিয়া।
এদিকে এক বিদায়ী বার্তায় মেলানিয়া বলেন, ‘প্রতিটি বিষয়ে মানুষের উৎসাহিত হওয়া উচিত। কিন্তু হিংসার আশ্রয় নেয়া উচিত নয়।’ ভিডিও বার্তায় মেলানিয়া বলেন, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করাটা ছিল আমার জীবনে সবচেয়ে বড় সম্মান। তিনি বলেন, আপনারা যাই করুন না কেন, মন দিয়ে করুন। মনে রাখবেন, সহিংসতা, জোর-জুলুমের মাধ্যমে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। এটা কখনই ন্যায়সঙ্গত নয়।

পূর্ববর্তী নিবন্ধঅভিবাসীদের বৈধ করতে ৮ বছর মেয়াদী পরিকল্পনা বাইডেনের
পরবর্তী নিবন্ধঅভিষেকের আগে অভ্যন্তরীণ হুমকির ইঙ্গিত নেই