নতুন দুই কেন্দ্র চালু হচ্ছে রোববার

এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। তিনটি কেন্দ্রে টিকা প্রয়োগ চলছে। তবে আজ বৃহস্পতিবার থেকে একে খান মোড়ের মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকাদান বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এতে করে পরীক্ষার্থীদের জন্য চালু হওয়া তিনটি কেন্দ্রের একটি বন্ধ হয়ে গেল। এখন বাকি দুটি কেন্দ্রে ( চট্টেশ্বরী সড়কের চট্টগ্রাম গ্রামার স্কুল ও ইস্পাহানি মোড়ের স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুল) টিকাদান চলমান রয়েছে। তবে আগামী রোববার (২১ নভেম্বর) থেকে নতুন দুটি কেন্দ্রে টিকাদান শুরু করা হবে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে। নতুন করে যুক্ত হতে যাওয়া কেন্দ্র দুটি হল ইউরোপীয়ান গ্রামার স্কুল ও প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। ২১ নভেম্বর থেকে এ দুটি কেন্দ্রেও টিকাদান কার্যক্রম চালু হবে বলে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ৫৬-তে নৈসর্গিক সৌন্দর্যের ক্যাম্পাস
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে মাদ্রাসা শিক্ষক ও এক শিশুর মৃত্যু