নগরীতে আরবান টেরেসের যাত্রা শুরু

রকমারি খাদ্যের সম্ভার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

রকমারি খাদ্যের সম্ভার নিয়ে নগরীতে নতুন রেস্টুরেন্ট আরবান টেরেসের যাত্রা শুরু হয়েছে। নগরীর জাকির হোসেন রহিমস প্লাজার (সিপিডিএল) ৭ম তলায় এ এন্ড আই ফুড এন্ড বেভারেজের অঙ্গ প্রতিষ্ঠান আরবান টেরেস গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোটেল আগ্রাবাদের অন্যতম স্বত্বাধিকারী মোহাম্মদ ইরাদ আলী। এই সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশমিতা ইরাদ আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানিয়েছেন, আরবান টেরেসে ৫টি আন্তর্জাতিক মানের রেস্টুরেন্টের সুস্বাদু খাবারের স্বাদ মিলবে। এই রেস্টুরেন্টে অস্ট্রেলিয়ার বিখ্যাত আইসক্রিম জেলাটিসিমো, তাইওয়ানের সুস্বাদু বাবল ড্রিংকস চা টাইম, জাপান ও কোরিয়ার সুস্বাদু আজুকি, ইন্ডিয়ান ফুড আইটেমের ক্যালকাটা কিচেন এবং ইতালির সুস্বাদু খাবার টাইনিটালিয়ান। এই রেস্টুরেন্টে অভিজ্ঞ বাবুর্চি দ্বারা খাবার প্রস্তুত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে উদ্যোক্তারা বলেন, খাবারে স্বাদ ও গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে কোন ধরনের আপস করা হবে না। আসন্ন রমজানে আরবান টেরেস নগরীতে সুস্বাদু খাবারে নতুন মাত্রা যোগ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওয়েল পার্ক রেসিডেন্সের যুগপূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসিআইইউর অ্যাকাডেমিক কাউন্সিলের সভা