নগরউন্নয়নে চাই ‘নগর সরকার’

মোহাম্মদ ইউসুফ | মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ৯:৩১ পূর্বাহ্ণ

প্রশাসক দিয়ে নজিরবিহীন সফলতার সাথে পরিচালনাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিছুদিনের মধ্যে নবনির্বাচিত নতুন মেয়রের নেতৃত্বে পরিচালিত হবে। এতো রক্ত-ঘাম ও জনগণের টাকা ব্যয় করে যে মেয়র নির্বাচিত হবেন- তাঁর কাছে তো কোনো ক্ষমতা নেই। নগরের সরকারি সংস্থাগুলোর ওপর মেয়রের কোনো কর্তৃত্ব ও খবরদারি নেই। কর্পোরেশন ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার গল্প নগরবাসীকে শোনতে হয়। ময়লা-আবর্জনা অপসারণ,, আলোকায়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও রাস্তাঘাটের সংস্কার ছাড়া মূলত কোনো ক্ষমতা নেই মেয়রের হাতে। হাজার হাজার মানুষের কষ্ট ও ত্যাগের মাধ্যমে নির্বাচিত এ ঠুঁটো মেয়র-কাউন্সিলররা নগরবাসীর তেমনএকটা কাজে আসে না- তা কী আমাদের রাষ্ট্রের নীতিনির্ধারকেরা বোঝেন না। ‘নগর সরকার’ ছাড়া যে নগরবাসীর সার্বিক উন্নয়ন সঠিকভাবে হয় না- তা জেনেও কেন বিষয়টি যাদের ভাবা উচিত, তারা তা এড়িয়ে চলছেন। নগরবাসীর সামগ্রিক অগ্রগতি ও উন্নয়নে ‘নগর সরকার’ এর কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি সদয় বিবেচনায় নেবেন- সেটাই চট্টলবাসীর ঐকান্তিক কামনা

পূর্ববর্তী নিবন্ধনতুন মেয়রের কাছে তরুণদের প্রত্যাশা
পরবর্তী নিবন্ধভালো থেকো বাবা