ধ্বংসস্তূপের মাঝে শিশুর জন্ম দিয়ে মারা গেলেন মা

| বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৪:৪৪ পূর্বাহ্ণ

ভয়ঙ্কর ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। হাজার হাজার মানুষ গৃহহীন। বাড়ছে মৃতের সংখ্যা। ভূমিকম্পে ধসে যাওয়া এমনই এক আবাসনের তলা থেকে উদ্ধার হল এক সদ্যোজাত। শিশুটির জন্মও ভূমিকম্পের মধ্যেই। প্রথম নিঃশ্বাস নিয়েছে সে ধ্বংসস্তূপের নীচেই। যদিও শিশুটির মা এবং বাবা কেউই বেঁচে নেই। জন্ম হওয়া মাত্রই অনাথ হয়ে পড়ে সে।

জানা গিয়েছে, উত্তরপূর্ব সিরিয়ার আফরিনের গ্রামীণ এলাকা জেন্ডারেসে উদ্ধারকাজ চালানোর সময় এই সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে। তবে ভূমিকম্পে বাস্তুচ্যুত হওয়া ওই শিশুটির পরিবারের কেউ বেঁচে নেই। এছাড়া শিশুটি সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি।

গত সোমবার ভোরে তুরস্ক এবং সিরিয়ায় প্রথম ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৮। দেশ দুটির হাসপাতালগুলো ভর্তি আহত রোগীতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, দুই দেশে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছাড়াতে পারে ২০ হাজার। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চম বার কেঁপে ওঠে তুরস্ক। দেশটির সরকার আগামী এক সপ্তাহ জাতীয় শোক ঘোষণা করেছে।

পূর্ববর্তী নিবন্ধ১১ ঠিকাদারের ১২ প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের প্রার্থী বাছাই করবেন প্রধানমন্ত্রী