ধূসর কুয়াশা

সংযুক্তা চৌধুরী বড়ুয়া | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:১৬ পূর্বাহ্ণ

কুয়াশার চাদরে ঘেরা সবুজ দিগন্ত

সকালের টুপটাপ ঝরে পড়া শিশিরবিন্দু

হাতছানি দেয়, শীতের আগমনী বার্তা

শিরায়, উপশিরায়, হিমশীতল অনুভূতি চাপ

যেন উত্তাপ ছড়ায়, গরম চায়ের কাপ

ধুসর কুয়াশায় আধ ভেজা

শহর, প্রান্তর, মাঠ, ঘাট

শীতের সকালে পাখিদের

কলকাকলি, আর কিচিরমিচির ডাক

শিশির কণায় সিক্ত, চন্দ্রমল্লিকা, ডালিয়া

কসমস, সূর্যমুখী, জারবেরা, আ্যাজালিয়া

আবীরে রাঙানো, ফুলের বাগান

রঙের ঘনঘটা

শীতের চাদরে মোড়ানো

যেন ভালোবাসার রঙছটা।

পূর্ববর্তী নিবন্ধঋতু বদল
পরবর্তী নিবন্ধস্মৃতির পাতায় সিজিএস