ধর্মঘট থেকে সরে এলেন রেলকর্মীরা

| সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

রানিং অ্যালাউন্সের বাড়তি টাকা এবং সে অনুযায়ী পেনশনের দাবিতে ধর্মঘট ডাকলেও কর্তৃপক্ষের আশ্বাসে তা থেকে সরে এসেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। গতকাল রোববার মধ্যরাত থেকে তাদের ধর্মঘট শুরুর কথা ছিল। তবে সন্ধ্যায় কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত জানান বাংলাদেশ রেলওয়ে শ্রমিককর্মচারী সমন্বয় পরিষদ। পরিষদের আহ্বায়ক মুজিবুর রহমান বলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে তাদের দাবিদাওয়া নিয়ে বৈঠক হয়েছে। সেখানে দাবি পুরণের ব্যাপারে আশ্বাস পেয়েছেন তারা। আমাদের বলা হয়েছে দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ফোন করেছিলেন। মঙ্গলবার (কাল) এ বিষয়ে আরেকটি বৈঠক হবে। এজন্য আমরা আগামী ১০ কর্মদিবসের জন্য কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের ভালো মানুষরূপে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধশিপ ব্রেকিং শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা বাস্তবায়নসহ দশ দফা দাবি