দোষীদের আইনের আওতায় আনার দাবি

৫২ শ্রমিকের মৃত্যুতে গণসংহতির ক্ষোভ

| সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় আগুন লেগে ৫২ জন শ্রমিকের নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়কারী হাসান মারুফ রুমী ও সদস্য সচিব ফরহাদ জামান জনি। গত ১০ জুলাই এক বিবৃতিতে তারা বলেন, অগ্নিকাণ্ডে এতগুলো প্রাণ ঝরে যাওয়ার পর জানা গেল, এই কারখানার নকশা ও কারখানার অনুমোদন ক্রটিপূর্ণ ছিল। এই ধরনের ত্রুটি চিহ্নিত করা এবং শ্রমিক-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের একাধিক সংস্থা আছে। দুর্ঘটনা ঘটার আগেই তা চিহ্নিত করা এবং প্রতিকারের জন্য তাদের সুনির্দিষ্ট দায়িত্বও আছে। কিন্তু তাদের কাজের জবাবদিহিতা নেই। নেই দায়িত্বে অবহেলার জন্য শাস্তির ব্যবস্থা। ফলে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। অবিলম্বে কারখানার কর্তৃপক্ষ এবং সরকারের তদরকি সংস্থার দায়িত্বপ্রাপ্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অপহৃত স্কুল ছাত্রী কুমিল্লায় উদ্ধার
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ-এর অন্ত্যমিল