রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

যারা কাজ করে থাকে অন্তরে

পারতপক্ষে লাগতে চাই না
রাগাতে চাই না কাউকে
প্রকৃত মানুষ গুরুত্ব পায়
পাত্তা দেই না ফাউকে।

কত জারিজুরি কত বাহাদুরি
দেখেছি সমান চক্ষে
কত বলাবলি – কত ঠেলাঠেলি
হজম করেছি বক্ষে।

নেতা আসে আর নেতা চলে যায়
জনগণ কার নাম নে’
ফুস করে জ্বলে ভুস করে নেভে
তাদের চোখের সামনে।

যারা কাজ করে থাকে অন্তরে
কেউ কি তাদের কম মানে!
তারা গ্রহণীয়, তারা পূজনীয়
তাদেরকে রাখি সম্মানে।

পূর্ববর্তী নিবন্ধদোষীদের আইনের আওতায় আনার দাবি
পরবর্তী নিবন্ধস্মৃতির শহরে, শ্রুতিতে-স্মৃতিতে