দৈনিক আজাদী, ভালোবাসি তোমাকে

শরণংকর বড়ুয়া | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী শুভ জন্মদিনে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমার তথা চট্টগ্রাম বাসীর একমাত্র প্রিয় খবরের কাগজ ‘দৈনিক আজাদী’। ৫ যুগ অতিক্রম করে চলেছে। শুরু থেকে এখন পর্যন্ত নিজের সুনাম অক্ষুণ্ন রেখে নিজ দায়িত্বে নিজেকে সবার উর্ধ্বে এবং সকলের ভালোবাসার জায়গা করে নিয়েছে। ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় জনজীবনে হতশার মাঝেও অনন্ত সাহস ও ঝুঁকি নিয়ে সাংবাদিকবৃন্দগণ একাত্ব হয়ে গ্রামে গঞ্জে খবর সংগ্রহ করে ঘরে ঘরে খবর পৌঁছে দিয়ে মানুষের পাশে থেকেছে। মানুষের চলাফেরা যাতে অসুবিধা না হয় সেজন্য নিখুঁত ভাবে ক্ষত বিক্ষত বিধ্বস্ত রাস্তা ঘাটের খবর দিয়েছে। পাক হানাদারদের সাথে কখনো আপোষ করেনি। ‘দৈনিক আজাদী’র জন্ম থেকে তীক্ষ্ন দৃষ্টি চেতনায় তার ঐতিহ্য এখন ধরে রেখেছে। তার জন্য আমি মহান ব্যক্তিত্ব একুশে পদক প্রাপ্ত চট্টগ্রামে রাউজানের শ্রেষ্ঠ সন্তান ‘দৈনিক আজাদী’র সম্পাদক জনাব লায়ন আব্দুল মালেক সাহেবকে শ্রদ্ধা অভিনন্দন জানাই। ‘দৈনিক আজাদী’ প্রতিদিন প্রতি মুহূর্ত নতুন নতুন আরো ইতিহাস সৃষ্টির আকাঙ্ক্ষায় উজ্জীবিত হয়ে। অসাধারণ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে। ধর্ম বর্ণ নির্বিশেষে নিজের মহিমায় ‘দৈনিক আজাদী’ খবর প্রচার প্রসারিত। ৭১ সালে ছিল আপোষহীন সাংগঠনিক দক্ষতা যার মহিমায় উদ্দীপ্ত এখন। কখন হতদরিদ্র দুঃখী, কখন অনাথ শিশু, গৃহহীন, কখন প্রতিবান ছাত্র, আবার কখন উদ্যোগতা ও বেকার হতাশাগ্রস্তদের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত রেখে চলেছেন আমাদের প্রিয় ‘দৈনিক আজাদী’। নিজের সত্তাকে আরো বিকশিত করে মানবতার সেবায় এগিয়ে আসুক এবং আরো আলোকিত হয়ে আগামীতে কর্মের মাঝে বিকশিত হয়ে সমাজ সংস্কারে নিয়োজিত থাকুক আমার প্রিয় ভালোবাসার ‘দৈনিক আজাদী’।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক আজাদীকে জন্মদিনের শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধজন্মদিবসে আজাদীকে খোলা চিঠি