জন্মদিবসে আজাদীকে খোলা চিঠি

সৈয়দ আহমেদ বাদল

| বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩২ পূর্বাহ্ণ

প্রিয় দৈনিক আজাদী, নিশ্চয়ই ভালোয় আছো। ৬৩ তম জন্মদিবসে শুভেচ্ছা ও অভিনন্দন তোমায়। যাপিত জীবনে কাছে টানা লক্ষ-কোটি সুহৃদ বন্ধৃদের ভালোবাসায় হয়তো তুমি ভুলেই আছো আমায়। তথাপি তুমি আছো আমার মননে, স্বপনে- ভোরের আলোয় নাস্তার টেবিলে। থাকবেই তুমি অন্তর জুড়ে। প্রিয় বন্ধু আমার, ক্ষুরধার লিখনি এবং সত্য আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আজন্ম তুমি পাঠকপ্রিয়তা অর্জন করেছ। তোমার মোহনীয় ভাষায় প্রেমে আবদ্ধ করে সংঘবদ্ধ করেছ আমার মত নিরস হৃদয়হীন কিছু অর্বাচীনকে। তোমার আস্থায় নির্ভর করে এখনো জানা-অজানা সংবাদগুচ্ছ অবগত হই দিন দিন প্রতিদিন। তোমার পাঠক প্রিয়তায় আমি ঈর্ষণীয় না, কিন্তু ভাবনায় কাতর হই। আমি কেন তোমার মত প্রেমিক হতে পারিনি! দাও দাও সে দীক্ষা দাও আমায়। আমি যেন মানুষকে ভালোবাসায় হই ব্রত অনবরত। হোক মোর অর্জন, প্রেমের অর্জন, ভালোবাসার অর্জন। একেবারেই তোমার মতন। তাইতো তুমি আজাদী। তাইতো তুমি মানেই স্বাধীন। থাকবে তুমি অবিচল, থাকবে আপোষহীন। তোমার দীর্ঘায়ু কামনায় আমিন আমিন

পূর্ববর্তী নিবন্ধদৈনিক আজাদী, ভালোবাসি তোমাকে
পরবর্তী নিবন্ধফিজিওথেরাপি চিকিৎসা পেশায় সচেতন হওয়ার আহবান