দেশে মারা গেছে আরো ৬ জন, চট্টগ্রামে আক্রান্ত ৪৩

| রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৪:৪২ পূর্বাহ্ণ

দেশে দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা অর্ধেকে নেমে এলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর ছয়জন কোভিড রোগীর মৃত্যুর খবর দিয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ১০৫ জন রোগী। শুক্রবার মারা গিয়েছিল পাঁচজন, আর শনাক্ত হয়েছিল প্রায় ১৯০০ রোগী। তার আগে টানা চার দিন ২ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল।
এদিকে বন্দর নগরী চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৪৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ১১ দশমিক ৮৪ শতাংশ। এ সময় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল প্রেরিত প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। খবর বিডিনিউজ ও বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর আট ল্যাবরেটরিতে শুক্রবার চট্টগ্রামের ৩৬৩ জনের নমুনায় নতুন ৪৩ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ৩৫ ও ৩ উপজেলার ৮ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৫, সাতকানিয়ায় ২ ও সীতাকুণ্ডে ১ জন রয়েছেন। গতকাল করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি।
নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭। আর ৬ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১৬০। গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭ হাজার ৯৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১০৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ২২ শতাংশ। এই হার দেশে মোট শনাক্তের হারের (১৩ দশমিক ৭৬ শতাংশ) চেয়ে কম। গত কয়েকদিনে এই হার সার্বিক শনাক্তের হারের বেশি ছিল। নতুন শনাক্ত ১ হাজার ১০৫ জনের মধ্যে ৮৮৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। ঢাকা ছাড়াও আরও ৩১টি জেলায় করোনাভাইরাসের রোগী ধরা পড়েছে।
গত এক দিনে যে ছয়জনের মৃত্যু হয়েছে, তাদের তিনজন নারী এবং তিনজন পুরুষ। তাদের তিনজন সরকারি এবং তিনজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতদের তিনজন ঢাকা বিভাগ, দুজন চট্টগ্রাম বিভাগ এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ভোটার হালনাগাদ টিমের ওপর হামলা, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধকাউন্সিলরের বাড়িতে পুত্রবধূর লাশ