দেশে দেড় মাস পর দৈনিক শনাক্ত ৪০০ ছাড়াল

কোভিড

| মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ

দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দেড় মাস পর আবার চারশ ছাড়িয়েছে, নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার পেরিয়ে গেছে ৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করে ৪২১ জন নতুন রোগী শনাক্ত হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৩ শতাংশ। আগের দিন এই হার ৮ দশমিক ৮৭ শতাংশ ছিল। খবর বিডিনিউজের। এর আগে সর্বশেষ ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। সেদিন ৬১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিপ্তর। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জন হয়েছে। গত এক দিনে নতুন কারও মৃত্যু না হওয়ায় এ পর্যন্ত মৃত্যুর মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩৩৪ জনে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৯১ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন। গত একদিনে যে ৪২১ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তাদের মধ্যে ৩৫১ জনই ঢাকা বিভাগের। দেশের ৩৯ জেলায় এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়নি।
গত এক সপ্তাহে দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত সাত দিনে সারাদেশে ২ হাজার ১২৬ জন রোগী শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৪৪ জন। অর্থাৎ, শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪৭ দশমিক ২ শতাংশ। তবে গত সপ্তাহে মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বাড়েনি। সারাদেশে গত সপ্তাহে মৃত্যু হয়েছিল ৬ জনের। এর আগের সপ্তাহেও ৬ জনের মৃত্যু হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধহাইদগাঁও ইউপি চেয়ারম্যান বরখাস্ত
পরবর্তী নিবন্ধট্রাকের ধাক্কায় কালুরঘাট সেতুর রেলিং ক্ষতিগ্রস্ত