দেশে এক দিনে শনাক্ত রোগী বেড়ে ৩৮২

| শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

দেশে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত রোগীর হার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের। গত বুধবার দেশে ৩৫২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয়েছিল ১ জনের। সেই হিসাবে নতুন রোগীর সংখ্যা এবং মৃত্যু দুটোই বেড়েছে গত এক দিনে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৫৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩১২ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। গত এক দিনে সারা দেশে মোট ১৯ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৪১টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৮৭ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৩৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা যা মোট আক্রান্তের ৮৭ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৩২টি জেলায় কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি। যে দুজন মারা গেছেন, তারা ছিলেন খুলনা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধবাম্পার ফলনের পরও হতাশ চাষি
পরবর্তী নিবন্ধআইনজীবীরা কারো কাছে মাথা নত করে না