দেশে আরও ৬ মৃত্যু শনাক্ত ২১৫

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

দেশে এক দিনে আরও ২১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মারা গেছেন ৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৯০১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। খবর বিডিনিউজের।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১৬৩ জনই ঢাকা বিভাগের যা মোট আক্রান্তের অর্ধেকের বেশি। গত ২৪ ঘন্টায় দেশের ৩০ জেলায় নতুন করে কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি। যারা মারা গেছেন তাদের মধ্যে ৪ জন ঢাকা বিভাগের, ২ জন খুলনা বিভাগের। দেশের বাকি ৬ ছয় বিভাগে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৬ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ১৭ শতাংশ ছিল। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৩ জন নারী এবং ৩ জন পুরুষ। তাদের ৩ জনের বয়স ৬০ বছরের বেশি, ২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

পূর্ববর্তী নিবন্ধফিরোজ শাহ কলোনি এলাকায় চসিকের ১৭ কাঠা জমি উদ্ধার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সর্বনিম্ন সংক্রমণ