ফিরোজ শাহ কলোনি এলাকায় চসিকের ১৭ কাঠা জমি উদ্ধার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

নগরের আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি এলাকায় র্র্দীঘদিন ধরে অবৈধ দখলে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৭ কাঠা জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত উচ্ছেদ
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জানান, ভাসমান লোকজন প্রায় ৪০ টি স্থায়ী কাঁচাঘর বানিয়ে জায়গাটি অবৈধভাবে দখলে রেখেছিল। উদ্ধারের পর তা এস্টেট শাখা ও প্রকৌশল বিভাগের প্রতিনিধিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
একই অভিযানে রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএস কে সিনহার মামলার রায় আজ
পরবর্তী নিবন্ধদেশে আরও ৬ মৃত্যু শনাক্ত ২১৫