চট্টগ্রামে সর্বনিম্ন সংক্রমণ

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন ২ রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ০ দশমিক ১৫ শতাংশ। সংখ্যায় সর্বনিম্ন ও শনাক্তের হারে এটি বিগত ১৯ মাসের দ্বিতীয় সর্বনিম্নের রেকর্ড। জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। এর আগে, সর্বনিম্ন আক্রান্তের হার রেকর্ড হয় ৩১ অক্টোবর, ০ দশমিক ১২ শতাংশ। এদিন ১৬’শ নমুনা পরীক্ষায় শহরের নতুন ২ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে গ্রামের দুই করোনা রোগীর মৃত্যু হয়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবে রোববার চট্টগ্রামের ১ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন ২ জন আক্রান্তের মধ্যে একজন শহরের ও একজন সাতকানিয়ার। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ২৬৯ জন। সংক্রমিতদের মধ্যে ৭৩ হাজার ৯৯৫ শহরের ও ২৮ হাজার ২৭৪ জন গ্রামের । গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগী মারা যায়নি। জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩২৫ জনই রয়েছে। এতে শহরের ৭২৩ ও গ্রামের ৬০২ জন।

পূর্ববর্তী নিবন্ধদেশে আরও ৬ মৃত্যু শনাক্ত ২১৫
পরবর্তী নিবন্ধবাঁশখালী ও আনেয়ারায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু