দেশে আরও নয় জনের ওমিক্রন শনাক্ত

| মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

দেশে আরও নয়জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ায় মোট শনাক্ত ওমিক্রনের রোগী বেড়ে ৩০ জন হল। নতুন শনাক্ত রোগীদের সবাই ঢাকার বাসিন্দা। তাদের শরীর থেকে নেওয়া ভাইরাসের নমুনার জিন বিন্যাস বিশ্লেষণ করে ওমিক্রন সংক্রমণের তথ্য পাওয়ার কথা গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)। খবর বিডিনিউজের।
বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করা ওমিক্রনে বাংলাদেশের কারও সংক্রমিত হওয়ার হওয়ার খবর প্রথম এসেছিল গত ৯ ডিসেম্বর। এক মাসের মাথায় শনাক্তের সংখ্যা ত্রিশে পৌঁছালো। নতুন শনাক্ত ৯ জনের মধ্যে ছয়জন রাজধানীর মহাখালী এলাকার এবং বাকি তিনজন বাসাবোর বাসিন্দা।
সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর জানিয়েছিলেন, বিদেশফেরত কারও কোভিড ধরা পড়লে তাদের শরীর থেকে ভাইরাসের নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। পাশাপাশি আক্রান্তদের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের কাছ থেকে নমুনা নিয়েও জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। আক্রান্তদের সংস্পর্শে এসে দেশেও কয়েকজন আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছে আইইডিসিআর।

পূর্ববর্তী নিবন্ধশীত মৌসুমেও দিনের বেলা এত তাপমাত্রা কেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ১১৯ জন শনাক্ত