দেশের মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দিতে হবে

উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:১৭ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্টির স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ প্রদান, প্রতিটি হাসপাতালে বিভিন্ন ইউনিট চালু করেছেন। তাই দেশের

 

সাধারণ মানুষ যাতে কোন ধরনের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দিতে হবে। হাসপাতালে এসে কোন রোগী যাতে সেবা না পেয়ে ফিরে না যায় এবং প্রতারণা ও ভোগান্তির শিকার না হয়। তিনি উপজেলার প্রত্যেকটি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত ডাক্তারসহ

সকলকে নিজ নিজ কর্মস্থলে সর্বদা উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। তিনি গতকাল শনিবার চন্দনাইশ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৩৩ তম সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। এসময় হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে সীমানা প্রাচীর নির্মাণ, এ্যাম্বুলেন্স চালক নিয়োগ, হাসপাতালের অন্যান্য শূণ্য পদ পূরণ, পরিস্কারপরিচ্ছন্নতা, চিকিৎসা সেবা বিষয়ে প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, পৌরসভার মেয়র মো. মাহাবুবুল আলম খোকা। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুল করিম। বক্তব্য রাখেন জাফর আলী হিরু, অ্যাড. মো. দেলোয়ার হোসেন, শেখ টিপু চৌধুরী, ডা. মো. আবু রাশেদ, ডা. মো. শেখ সাদী, ডা. আহমেদ তানজিমুল ইসলাম, ডা. কাজী লামিয়া শারমীন। সভা শেষে এমপি নজরুল দোহাজারী হাসপাতাল পরিদর্শন করেন

এবং রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় হাসপাতালে নির্দিষ্ট ফি ছাড়া রাতে রোগী ভর্তি করান না একজন রোগীর অভিভাবকের এমন অভিযোগের তদন্তের নির্দেশ দেন এমপি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া গাউছিয়া কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধঅস্বাভাবিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে