দেশের উন্নয়নে সকলকে কাজ করে যেতে হবে

স্বাধীনতা দিবসের সভায় বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

স্বাধীনতা ও জাতীয় দিবসের সভায় বক্তারা বলেছেন, দেশের উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করে যেতে হবে।

 

মুজাফরাবাদ কলেজ : স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন শেষে মুজাফরাবাদ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ছৈয়দের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক হাসান

মাহমুদ, সহকারী অধ্যাপক কৌশিক চৌধুরী, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপিকা নাছরীণ আকতার, অধ্যাপিকা গোপা চৌধুরী, অধ্যাপক আব্দু শুক্কুর এবং অধ্যাপক প্রবীর মিত্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের অধ্যাপিকা কনিকা দাশ।

সৈয়দপুর হাসান শাহীনুর একাডেমি : বোয়ালখালী উপজেলার হাসান শাহীনুর একাডেমিতে ৫৩ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। গত ২৬ মার্চ একাডেমির মাঠ প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলআলোচনা সভা, চিত্রাংকন, নির্ধারিত

বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করেন প্রফেসর ফেরদৌস আহমেদ। তামান্না খানমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আজিজুল হক ও তোফায়েল আহমেদ। এছাড়া মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব, দেশপ্রেম, আত্মত্যাগ এবং বাংলার সূর্য সন্তানদের

রক্তের বিনিময়ে যে স্বাধীনতা তার উপর জ্ঞানগর্ব আলোচনা করেন প্রফেসর ফেরদৌস আহমেদ। পরে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা এবং নির্ধারিত বক্তৃতা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র একাডেমির হেড মাওলানা সৈয়দ মুহাম্মদ ইশরাত।

নিষ্ঠা ফাউন্ডেশন : নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন কার্যালয়ে মহান স্বাধীনতা দিবসের এক আলোচনা সভা ও দোয়া মাহফিল নিষ্ঠার ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান এম এ সবুরের সভাপতিত্বে গত বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্যে সংস্থার জেনারেল সেক্রেটারি ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ

নুর হোসাইন বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদেরকে স্বাধীনতা লাল সূর্য এনে দিয়েছেন। তাঁদের কাছে বাঙালি চিরঋণী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআরও আবদুল্লাহ আল মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার আজীবন সদস্য আবু বকর

সিদ্দিক, কলিম উল্লাহ, স্বেচ্ছাসেবক আসিফ, জাকারিয়া, ফখরুল, হায়দার, সানজিদ, সায়মা, হামিদ, জাহিদ, মেহেরাজ, সাকিল, মাহি, রুনা, সাজ্জাদ, নিশাত, সানজিদা, রবিন, সাব্বির প্রমুখ।

উত্তর সর্ত্তায় গণশিক্ষা স্কুল : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাউজান উপজেলার উত্তর সর্ত্তা সার্বজনীন মঙ্গলময়ী কালী বাড়িতে হিন্দু কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক গণশিক্ষা স্কুলে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন

মন্দিরভিত্তিক গণশিক্ষা স্কুল কমিটির সভাপতি সমাজসেবক শিবু প্রসাদ দত্ত। অনুষ্ঠানে শিবু প্রসাদ দত্তের ব্যক্তিগত উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, বই, খাতা, কলম, জ্যামিতি বক্স ইত্যাদি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গণশিক্ষা স্কুল কমিটির সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ দত্ত, ডা.

সুলাল শীল, ডা. সুমন শীল, অ্যাড. সুধীর চৌধুরী, শম্ভু মজুমদার, বানেশ্বর দত্ত, চন্দন সুভাষ দত্ত, ছোটন রায়, রিপন রায়, বিকাশ মালাকার, তপু কান্তি নাথ, গণশিক্ষা স্কুলের শিক্ষিকা টুম্পা শীল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে এ উপলক্ষে

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খাইরুল বশর মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মো. মুছা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ

চক্রবর্তী, রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধত্রিদেশীয় সিরিজের শিরোপা টাইগার যুবাদের
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল্ল্ল