দুস্থদের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে

চট্টগ্রাম লেডিস ক্লাবের ইফতার মাহফিলে বক্তারা

| শুক্রবার , ১৪ এপ্রিল, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

রোজা নিজের জন্য নয়। এটি আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের জন্য।এর মাধ্যমে তাকওয়া সৃষ্টি হয়। যাঁরা রোজাদারকে ইফতার করান তাঁরা আল্লাহর নৈকট্য লাভ করেন। আল্লাহর রহমত পেতে হলে গরিবএতিমদের কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তারা সিয়াম সাধনায় উদ্ধুদ্ধ হয়ে জাকাত প্রদান করার জন্য সকলের প্রতি আহবান জানান। চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গত ১২ এপ্রিল লেডিস ক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল বক্তারা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল।

সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাব উপদেষ্টা ড. জয়নব বেগম, প্রাক্তন সভানেত্রী জিনাত আজম, সহ সভানেত্রী সাবিহা মুসা, সহ সম্পাদিকা আক্তার বাবু ফ্যান্সি, সহ কোষাধ্যক্ষ ডা. হাফসা সালেহ, সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া বারী, সহ সাংগঠনিক সম্পাদিকা রুহি মোস্তফা।

এসময় দোয়া ও মোনাজাতে অংশ নেন রওশন আরা ইউসুফ, রিজিয়া আকবর খোন্দকার, শাহেদা আখতার নাসরীন, কাজী তুহিনা আক্তার, রোকেয়া চৌধুরী, রোকেয়া আহ্‌মেদ, আফরোজা বুলবুল, সাংবাদিক ডেইজী মউদুদ, মাকসুদা বেগম, খালেদা আক্তার চৌধুরী, মাইনু নিজাম, মর্জিনা আখতার, নাজনীন আরা, মুনিরা হুসনা, ফেরদৌসী আরা বেগম, শাহরিয়ার ফারজানা, রুনু বিলকিস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় শর্ট সার্কিটের আগুনে পুড়ল বসতঘর
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সাথে সাতকানিয়ার এম এ মোতালেবের প্রতিনিধিদলের সাক্ষাৎ