দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক সভা

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ১০:৪৬ পূর্বাহ্ণ

সংশপ্তক ও স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বুধবার নগরীর বন্দরটিলা জেলেপাড়া বেড়িবাঁধ এলাকায় দুর্যোগকালীন এবং পরবর্তী সময়ে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার (জেলা তথ্য কর্মকর্তা) উপ পরিচালক মো. সাঈদ হাসান। জিএনডিআরের অর্থায়নে ও পিডিএপির ব্যবস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী। উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুল মন্নান, জোৎনা রানী দাস। সভায় সাংবাদিক রশিদুল হাসান সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলেপাড়া বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সভা শেষে বন্দরটিলা এলাকাবাসীর সুপেয় পানির অভাব রোধকল্পে একটি নলকূপ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সভার প্রধান অতিথি মো. সাঈদ হাসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি-ঢাকার দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধকন্যা শিশুদের প্রতি কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ উচিত নয়