দুর্বার প্রগতি সংগঠনের যুগপূর্তি উৎসব সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের যুগপূর্তি উপলক্ষে ২দিনব্যাপীকর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ছিল আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, তাঁবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মির্জা মিসকাতের রহমানের সভাপতিত্বে ও হাসান সাইফ উদ্দিন ও সৈকত চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. ইসমাইল খান। উদ্বোধক ছিলেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, সুপ্রীম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, সোনালী ব্যাংকের সাবেক ডেপুটি ডিরেক্টর এম এ কাইয়ুম, নাট্যজন ও দৈনিক আজাদীর ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী, কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের সাবেক সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, অধ্যক্ষ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, প্রকৌশলী খাইরুল মোস্তফা, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক (প্রশাসন) তছলিমা পারভীন, জোরারগঞ্জ মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি রাশেদা আক্তার মুন্নি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবোধনের ছত্রিশ বছর পূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধসাউদার্ন মেডিকেলে অভিযান ইন্টার্ন চিকিৎসক প্রত্যাহার