বোধনের ছত্রিশ বছর পূর্তি উদযাপন

| বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

স্বপ্ন বোধনের ছত্রিশ শিরোনামে গত সোমবার অনুষ্ঠানের আয়োজন করে টিআইসি গ্যালারি হলে তিন যুগ পূর্তি উদযাপন। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন, বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, অ্যাডভোকেট মো. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, শামসুদ্দিন শিশির, নাট্যজন সন্‌জীব বড়ুয়া, কবি জিন্নাহ চৌধুরী, নাট্যজন শুভ্রা বিশ্বাস, নাট্যজন সুচরিত দাশ খোকন, সুচরিত চৌধুরী টিংকু, নাট্যজন শেখ শওকত ইকবাল, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, কবি আকতারী ইসলাম, ফ্যাশন ডিজাইনার নাসরিন সারোয়ার মেঘলা, পলাশ রক্ষিত, বিন্তি তাহমিনা, দেবাশীষ রুদ্র, মশরুর হোসেন, বাচিকশিল্পী কংকন দাশ। স্বাগত বক্তব্য দেন, সুবর্ণা চৌধুরী। সংগীত পরিবেশন করেনরিষু তালুকদার, ডা. কেকাদৃষ্টি শর্মা, মাহবুবুর রহমান সাগর। তবলায় সংগত করেন উৎপল কান্তি নাথ।

আবৃত্তি পরিবেশন করেনসুচয়ন সেনগুপ্ত, রাশু বড়ুয়া, দীপাশ্রী তালুকদার, প্রত্যুষ বিশ্বাস, পুষ্পিতা বিশ্বাস, ত্রয়ী দে, অভ্র বড়ুয়া।স্মৃতিচারণ করেনশাহীন ফেরদৌস, বিজয় সরকার, সাদাব ইয়াসির, ডা. রত্মম অর্জুন, শর্মিলা বড়ুয়া, পূর্ণা দাস, ঈশা দে, হাসিবুল ইসলাম শাকিল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, সঞ্জয় পাল। শুভেচ্ছা জ্ঞাপন করে প্রমা, মুক্তধ্বনি, কণ্ঠনীড়। শুভেচ্ছা গ্রহণে ছিলেন ইসমাইল চৌধুরী সোহেল, গৌতম চৌধুরী, বিপ্লব কুমার শীল, শুভাগত বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপলাতক আসামি ও দুজন সাক্ষীর বিরুদ্ধে পরোয়ানা
পরবর্তী নিবন্ধদুর্বার প্রগতি সংগঠনের যুগপূর্তি উৎসব সম্পন্ন