দুদিনেই মুরগির দাম কেজিতে বাড়ল ১৫ টাকা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৪:৫০ পূর্বাহ্ণ

দীর্ঘদিন স্থিতিশীল থাকার পরে আবারও বাড়ছে ব্রয়লার মুরগির দাম। গত দুদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০১৫ টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, মুরগির সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম কম যাবে। অন্যদিকে কমছে সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরণের সবজির দাম কেজিতে কমেছে ৫১০ টাকা।

নগরীর কাজীর দেউড়ি কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাজারে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা, শিম ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাধাকপি ৩০ টাকা, লাউ ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, শসা ৪০, মূলা ৩০, টমেটো ৪০ এবং আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

সবজি বিক্রেতা মোহাম্মদ আজাদ বলেন, উত্তরাঞ্চল থেকে বাজারে সবজির সরবরাহ বেড়েছে। যার ফলে দাম কমছে। এদিকে মুরগির বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি ব্রয়লার ১০১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫৫১৬০ টাকায়। এছাড়া সোনালী মুরগির কেজি ২৬০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। মুরগি বিক্রেতা সৈয়দ আলী বলেন, বাজারে মুরগির সরবরাহ ঘাটতি রয়েছে। মুরগির খাবারের দাম বাড়ার কারণে অনেকে পোল্ট্রি শেডে মুরগি তুলছেন না। যার ফলে চাহিদার সাথে যোগানের ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে মূলত দাম বাড়ছে।

পূর্ববর্তী নিবন্ধদেশ থেকে সাম্প্রদায়িকতা বিতাড়িত করেছে আওয়ামী লীগ : ভূমিমন্ত্রী
পরবর্তী নিবন্ধএমপিদের জন্য আসতে পারে কঠোর বার্তা