দুদক চট্টগ্রাম কার্যালয়ের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে দুইজন অসচ্ছল মেধাবী ছাত্রীকে বৃত্তি প্রদান ও ৪০ জন শিক্ষার্থীকে দুদকের স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গতকাল বিকাল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ বৃত্তি প্রদান ও বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। সভাপতি ছিলেন দুদক বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের পরিচালক মো. মাহমুদ হাসান।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী এবং চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দুদক, সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার গৃহপরিচারিকা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমাটির সংকোচন প্রসারণ ক্ষমতার আচরণ বিষয়ে সেমিনার