দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

লোহাগাড়া-সাতকানিয়ায় প্রতিবাদ সভা

| বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার দৈনিক আজাদী প্রতিনিধি মোহাম্মদ মারুফ ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আরফাত হোসাইন বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করায় লোহাগাড়া-সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বটতলী স্টেশনস্থ রেস্টুরেন্টের হল রুমে সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক। সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া-সাতকানিয়ায় কর্মরত সাংবাদিক যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, এম. এম রাজা মিয়া, আবুল কালাম আজাদ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মামুন মুহাম্মদ, শহীদুল ইসলাম বাবর, দিদারুল আলম, এইচ এম জসিম উদ্দিন, সাত্তার সিকদার ও মো. হোসেন মেহেদী।
বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের দেয়া ক্ষমতাপত্র মূলে স্থানীয় মোহাম্মদ মামুনউর রশিদ (৩১) বাদী হয়ে আদালতে মামলাটি করেন।

পূর্ববর্তী নিবন্ধচলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
পরবর্তী নিবন্ধদেশে শনাক্ত ২২৯ মৃত্যু ৩ জনের