দেশে শনাক্ত ২২৯ মৃত্যু ৩ জনের

| বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

দেশে গত এক দিনে আরও ২২৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৭৩ জন। খবর বিডিনিউজের।
নতুন শনাক্তদের মধ্যে ১৫৬ জনই ঢাকা জেলার, যা সারা দেশের মোট শনাক্তের দুই তৃতীয়াংশের বেশি। আর যারা মারা গেছেন, তাদের দুজন ঢাকা এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন। আগের দিন বৃহস্পতিবার দেশে ২১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল; মৃত্যু হয়েছিল ২ জনের, যা প্রায় দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২১১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন। গত এক দিনে সারা দেশে মোট ২০ হাজার ৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৬৩৫টি নমুনা। একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ১৪ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ০৮ শতাংশ ছিল।

পূর্ববর্তী নিবন্ধদুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্ত ৫