দুই-একটা ম্যাচ ভালো না হলেও আমরা খারাপ দল নই : এবাদত

| রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৭:২০ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন এবাদত হোসেন। কিন্তু খেলানো হয়নি তাকে। জিম্বাবুয়ে সফরেও বিবেচনাতে ছিলেন, যদিও সুযোগ হয়নি। তবে শরিফুল ইসলামের চোটে ভাগ্য খুলেছে এবাদতের। গতকাল শনিবার রাতে জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেন তিনি। হুট করে পাওয়া সুযোগে বিস্মিত এই পেসার। অবশ্য খুলনায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে সাদা বলের ক্রিকেট নিয়েই কাজ করছিলেন ডানহাতি পেসার। বিমানে ওঠার আগে এবাদত নিজের প্রস্তুতির কথা জানান, ‘আমি বাংলাদেশ টাইগার্সের হয়ে এইচপির বিপক্ষে খেলতে খুলনায় ছিলাম। ওখানে সাদা বলে প্রস্তুতি চলছিল। গত শুক্রবার রাতে কল আসে- জাতীয় দলে যোগ দিতে হবে। শুনে খুব খুশি হয়েছি। প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাঝখানে যাচ্ছি। একটু অবাক করার মতো। ইনশাআল্লাহ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো।’ সঙ্গে যোগ করেছেন, ‘সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করবো। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে।’ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু হয়েছে। এবাদত যখন পৌঁছাবেন, ততক্ষণে দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে যাওয়ার কথা। সেই হিসাবে ডানহাতি পেসারের মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। যদিও ওয়ানডে সিরিজ জিততে হলে বাংলাদেশকে বাকি দুই ম্যাচ জিততে হবে। সেখানে চোখ রেখেই এবাদত বিমানে চড়েছেন, ‘ওয়ানডেতে দল হিসেবে আমরা খুবই ভালো। দুই-একটা ম্যাচ খারাপ করলেই আমরা দল হিসেবে খারাপ হয়ে যাব না। আমাদের হাতে আরও দুটি ম্যাচ আছে, সেটা জিতলেই সিরিজ আমাদের।’

পূর্ববর্তী নিবন্ধ৭৬৯
পরবর্তী নিবন্ধএকটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি